বাবার কবর জিয়ারতে গুলশান থেকে রওনা হয়েছেন তারেক রহমান; যাবেন স্মৃতিসৌধেও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৪:৪১ পিএম
বাবার কবর জিয়ারতে গুলশান থেকে রওনা হয়েছেন তারেক রহমান; যাবেন স্মৃতিসৌধেও

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা তিনটার কিছুক্ষণ আগে তিনি রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানের উদ্দেশে যাত্রা শুরু করেন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার বেলা ২টা ৫৮ মিনিটে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

লাল-সবুজ রঙে বিশেষভাবে সাজানো একটি বাসে চড়ে তারেক রহমান বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন। পথে নেতা–কর্মীদের ভিড় থাকায় তার গাড়িবহরটি ধীরগতিতে এগোচ্ছে।

এদিকে প্রিয় নেতাকে স্বাগত জানাতে সকাল থেকেই জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকায় বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা জড়ো হয়েছেন। কবর জিয়ারত সম্পন্ন করার পর তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং সেখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।

এর আগে সকালে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছিল, আজ জুমার নামাজ আদায়ের পর তারেক রহমান প্রথমে বাবার কবর জিয়ারত করবেন এবং পরবর্তীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন।

তারেক রহমানের এই কর্মসূচিকে কেন্দ্র করে শেরে বাংলা নগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জিয়ার সমাধি ও সংলগ্ন সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে তল্লাশিচৌকি। এছাড়া সার্বিক শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকেরাও সক্রিয় ভূমিকা পালন করছেন।

Link copied!