• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

নড়াইলে দুই বাসের সংঘর্ষে চালক নিহত


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪, ০৫:৪৪ পিএম
নড়াইলে দুই বাসের সংঘর্ষে চালক নিহত

নড়াইলে দুই বাসের সংঘর্ষে জাফর হোসেন (৪০) নামের চালক নিহত হয়েছেন। এসময় বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার দুর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাসের সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় লোকাল বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক জাফর হোসেন নিহত হন। এছাড়া লিটন ট্রাভেলসের চালক মাহবুব হোসেনসহ (৪৫) অন্তত ২০ জন আহত হয়েছেন।

নড়াইল সদর ফায়ার স্টেশন অফিসার মো. মাসুদ রানা জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় হতাহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাসের চালক জাফরকে মৃত ঘোষণা করেন।

তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনির রহমান জানান, দুটি বাসের সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুপুর ১২টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Link copied!