ঝড়ে গাছের ডাল পড়ে নারীর মৃত্যু


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০৯:২৫ পিএম
ঝড়ে গাছের ডাল পড়ে নারীর মৃত্যু

জয়পুরহটে ঝড়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আছিয়া বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার কালাই উপজেলার মদনাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আছিয়া বেগম ওই এলাকার মোফাজ্জল হোসেনের স্ত্রী। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মঈনুদ্দিন জানান, আছিয়া বেগম মাঠে ধান কুড়ানোর জন্য বাড়ি থেকে বের হন। বিকেলে প্রচণ্ড ঝড় শুরু হলে নিরাপদ স্থানে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় একটি গাছের ডাল ভেঙে আছিয়া বেগমের মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Link copied!