• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন কনটেন্ট ক্রিয়েটর কাফি


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৩:৩৭ পিএম
নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন কনটেন্ট ক্রিয়েটর কাফি
নুরুজ্জামান কাফি

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

কাফি বলেন, “আমার দেওয়া ৭ দিনের আল্টিমেটাম শেষ হলেও কোনো সুরাহা হয়নি এবং এটা দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্যই সিআইডিতে মামলা ট্রান্সফার করা হয়েছে। ইতিমধ্যে ইনভেস্টিগেশন করা শুরু করেছে সিআইডি। তাই আমি এ সিদ্ধান্তের বিষয়ে আরও সময় নিয়েছি।”

কাফি আরও বলেন, “আর মাত্র ২ দিন পর ২১শে ফেব্রুয়ারি এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ সবার কাছে। তাই আমি আপাতত সময় নিব। তবে আমি রোববার পটুয়াখালী ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে আপডেট দিব।”

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, ‘কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছিল। আমরা আমলে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছিলাম পরে তা অধিকতর ইনভেস্টিগেশন করার জন্য সিআইডিতে ট্রান্সফার করা হয়েছে।’

উল্লেখ্য, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি গত ১২ ফেব্রুয়ারি রাত ২.১৫ মিনিটের সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। সেই সময়সীমার মধ্যে ঘর পুনর্নির্মাণ এবং অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

Link copied!