শরীয়তপুর পৌর এলাকায় নির্মাণ কাজ করার সময় দেয়াল চাপায় সোহেল সরদার (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল সরদার পৌরসভার শান্তিনগর এলাকার মোখলেস সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, সোমবার সকালে রূপনগর এলাকার চাঁনমিয়া তস্তারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল মেরামতের কাজ করছিলেন নির্মাণশ্রমিক সোহেল সরদার। এ সময় দেয়ালটি ভেঙে গেলে তার নিচে চাপা পড়েন সোহেল। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ।
এ ব্যাপারে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। পরে পরীক্ষানিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।
জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।