• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শেরপুরে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৪:৫০ পিএম
শেরপুরে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
ছবি: সংবাদ প্রকাশ

শেরপুর পৌর শহরের মোবারকপুরে মৃগী নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে জাহিদুল ইসলাম কাজল (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) মোবারকপুর মহল্লায় এ ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাজল একই এলাকার আব্দুল কুদ্দুস ওরফে খাঁ মিয়ার ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

নিহতের ফুফাতো ভাই আরিফুর রহমান আকিব বলেন, “কাজলের বাবার ইচ্ছে ছিল ছেলেকে সেনাবাহিনীতে চাকরি করাবেন তাই পরিবারের অন্য সদস্যদের পরামর্শ কাজলকে সাঁতার শিখতে হবে। দুপুরে কাজলের বাবা ছেলেকে পার্শ্ববর্তী নদীতে সাঁতার শিখাতে নিয়ে যান। এ সময় হঠাৎ করেই কাজল পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কাজলকে মৃত অবস্থায় উদ্ধার করে।”

স্থানীয় পৌর কাউন্সিলর বাবুল মিয়া বলেন, “ছেলেটি অত্যন্ত নম্র ও ভদ্র প্রকৃতির ছিল। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।” 

Link copied!