পিকআপ চাপায় অটোারিকশা চালক ও শিশু নিহত


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ০২:২৭ পিএম
পিকআপ চাপায় অটোারিকশা চালক ও শিশু নিহত
প্রতীকী ছবি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকালে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের মনিপুর এলাকার শনিরহাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজিচালক সাইফুল ইসলাম (২২) ও আনাছ ( ৮ মাস)।

পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর এলাকা থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ফেনীর উদ্দেশে রওনা হয়। শনিরহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়।

 এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক সাইফুল ও আরোহী শিশু আনাছকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ ইকবাল জানান, আহতদের মধ্যে জামাল উদ্দিন (৬০), তার মেয়ে শারমিন আক্তার, জামাতা আকরাম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যাওয়ার পথে বক্সমাহমুদ এলাকা থেকে তাকে আটক করা হয়। পিকআপ থানা হেফাজতে রাখা হয়েছে।

Link copied!