• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

জমি নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ১২:২৫ পিএম
জমি নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১
ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জের দক্ষিণ কুশলনগর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া টেঁটায় বিদ্ধ হয়ে শামীম মিয়া (২৫) নামের এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। শামীম মিয়া একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামের নিহত শামীম মিয়ার বাবা শফিকুল ইসলামের সঙ্গে তার চাচা সাইফুল ইসলামের আগে থেকেই জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম সেই জমিতে বেগুনের চারা রোপণ করেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ছোড়া টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শামীম মিয়া। পরে তাকে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নেওয়ার পথে শামীম মিয়া মারা যান। এ সংঘর্ষে উভয় পক্ষে আরও সাতজন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, বিষয়টি বকশীগঞ্জ থানা-পুলিশ অবগত আছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আইনগত প্রক্রিয়া চলমান।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!