• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

তারাবি নামাজে ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪, ০১:৫৬ পিএম
তারাবি নামাজে ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জের দিরাইয়ে তারাবির নামাজের সময় মসজিদের ভেতর প্রতিবন্ধী কিশোরের সঙ্গে খুনসুটিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাবেক ইউপি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৬ এপ্রিল) পবিত্র শবেকদরের রাতে উপজেলার বদলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত সিজিল মিয়া (৫৫), আয়মালা বিবি (৪৫), পাখি মিয়া (৫০), শরাফত উল্লাহ (৪০), সাইফুল (২২), লিটন মিয়া (২৮), আরশ আলী (৫০) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আহত সুজন মিয়া (২০), আল মামুন (১৮), গোলাপ মিয়া (৬৫), তাহির মিয়া (৬০), তালহা (১৭), শাহজাহান (৪৭), আব্দুর রহমান (৩৫), নুরুল ইসলামকে (৫০) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বদলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও ফারুক মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। শনিবার তারাবির নামাজের শুরুতে ফারুক মিয়ার পক্ষের আব্দুল কাইয়ুম মিয়ার ভাগ্নে বুদ্ধি-প্রতিবন্ধী হামিদ মিয়ার সঙ্গে সিজিল মিয়ার পক্ষের কয়েকজন কিশোর মসজিদের ভেতরে খুনসুটি করে। এনিয়ে উভয় পক্ষের বড়রা মসজিদের ভেতরেই তর্কে জড়ায়। এ সময় সিজিল মিয়ার লোক মসজিদ থেকে বেড়িয়ে যান। নামজের শেষ পর্যায়ে তারা দলবদ্ধ হয়ে আবার মসজিদে এসে ডাকাডাকি করলে মসজিদের সামনেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, “সংঘর্ষের পর গ্রামের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।”

Link copied!