চট্টগ্রামে অপহরণের পর খুন হওয়া শিশু আলিনা ইসলাম আয়াতের (৫) বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরের বন্দরটিলার আকমল আলী ঘাটসংলগ্ন স্লুইসগেট এলাকা থেকে তার মাথা উদ্ধার করা হয়।
পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মুস্তাফিজুর রহমান চৌধুরী গণমাধ্যমকে জানান, টানা ছয় দিন ধরে তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন তারা। সকালে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে গেলে স্থানীয় জেলেরা একটি মাথা দেখতে পাওয়ার কথা জানান। পরে আলিনার পরিবারকে খবর দেওয়া হলে তারা নিশ্চিত করেছে মাথাটি ওই শিশুরই।
এর আগে বুধবার বিকেলে একই এলাকা থেকে আলিনার দুটি পা উদ্ধার করা হয়েছিল।
এর আগে ১৫ নভেম্বর নগরীর ইপিজেড থানার বন্দরটিলা নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি বিষয় পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আয়াত। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আয়াতের বাবা সোহেল রানা।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার (এসপি) নাঈমা সুলতানা জানান, মুক্তিপণ দাবির উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করে তাদের সাবেক ভাড়াটিয়া আবির আলী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়। তিনি হত্যার কথা স্বীকার করেছেন।
নাঈমা সুলতানা আরও বলেন, “আবির জানিয়েছে, মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে সে অপহরণের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে সে। পরে মরদেহ আকমল আলী সড়কের বাসায় নিয়ে ছয় টুকরা করে। পরে খণ্ডিত মরদেহ দুটি ব্যাগে নিয়ে বেড়িবাঁধ এলাকায় নদীতে ফেলে দেয়।”