• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

কারাগারে ভিন্ন আঙ্গিকে নববর্ষ উদ্‌যাপন, পান্তা-ইলিশে আপ্যায়ন


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৯:৪১ পিএম
কারাগারে ভিন্ন আঙ্গিকে নববর্ষ উদ্‌যাপন, পান্তা-ইলিশে আপ্যায়ন
নববর্ষের শুভেচ্ছা বিনিময়। ছবি : প্রতিনিধি

বাংলা নববর্ষ ১৪৩২ ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে কারাগারের বন্দীদের নিয়ে উদ্‌যাপন করেছেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় তিনি কারাগারে পৌঁছে বন্দীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং বন্দীদের জন্য আয়োজিত ও তাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক নামের বিভ্রাট উপভোগ করেন।

এসময় বন্দীদের মানসিক রিক্রেয়েশনের জন্য পুরুষ বন্দীদের জন্য আয়োজিত লোকজ ঐতিহ্যবাহী খেলা কলাগাছে ওঠা প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করেন।

এ ছাড়া নারী বন্দীদের মাঝে বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়। কারাগারের বন্দীরা এই ভিন্নধর্মী আয়োজন উৎসাহের সাথে উপভোগ করে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “সরকারিভাবে নির্দেশনা আছে, জেলখানায় আজকের এই নববর্ষের দিনে, ভালো খাবার পরিবেশন করা, সেক্ষেত্রে সকালে তাদের জন্য পানতা ইলিশ আয়োজন ছিল, আলু ভর্তা ছিল ও দুপুরে উন্নত মানের খাবার গরু, খাসি ও মুরগির মাংসের পাশাপাশি পোলাও মিষ্টি ইত্যাদি রাখা হয়। যেহেতু আজকে নববর্ষ , নববর্ষের আলোকে কালচারাল অনুষ্ঠান ও মানসিক রিক্রেয়েশনের জন্য খেলাধুলার আয়োজনও করা হয়।”

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেল সুপার সঞ্জয় ঘোষসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!