• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

লেগুনার পেছনে বাসের ধাক্কা, নিহত ৪


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪, ০৮:৫২ পিএম
লেগুনার পেছনে বাসের ধাক্কা, নিহত ৪
বাস-লেগুনা সংঘর্ষে চারজন নিহত। ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জগামী একটি লেগুনার পেছনে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস ধাক্কা দিয়েছে। এতে লেগুনার চারজন যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন ভাঙ্গার আড়ুয়াকান্দির আবু সাঈদের ছেলে মেহেদী মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের ছেলে হাফিজুল ইসলাম হাবু (৪০) ও জেলার মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম।

আহত পাঁচজনের পরিচয় এখনো জানা যায়নি। তবে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আবু সাঈদ বলেন, খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস গোপালগঞ্জগামী একটি লেগুনার পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

Link copied!