• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

আর্জেন্টিনার সমর্থকের হাতে ব্রাজিল সমর্থক খুন


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ১১:৫৫ এএম
আর্জেন্টিনার সমর্থকের হাতে ব্রাজিল সমর্থক খুন

চাঁদপুরে ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে তর্কের জেরে আর্জেন্টিনার সমর্থক বন্ধুর হাতে মেহেদী বেপারী (১৮) নামের এক ব্রাজিল সমর্থক খুন হয়েছেন।  

সোমবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ নানুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মেহেদী বেপারী ওই এলাকার হেলাল ব্যাপারীর ছেলে।

অভিযুক্ত বরকত ব্যাপারী একই এলাকা বাসিন্দা। ঘটনার পর পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ব্রাজিলের সমর্থক মেহেদীর সঙ্গে আর্জেন্টিনার সমর্থক বরকতের বিশ্বকাপ খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বরকত তার বন্ধু মেহেদীকে ছুরিকাঘাত করেন। পরে মেহেদীকে আহত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Link copied!