• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

সেই বিধবার পাশে দাঁড়ালেন বিএনপির নেতারা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৫:২৫ পিএম
সেই বিধবার পাশে দাঁড়ালেন বিএনপির নেতারা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার এলাকায় সরকারি জায়গায় ঘর তুলে বসবাসকারী বিধবা আসমা বেগমের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে আসমা বেগমের সঙ্গে দেখা করতে যান দলটির সিনিয়র যুগ্ম মহাসবিচ রুহুল কবির রিজভী।

এসময় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সসদ্য সচিব একে এম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে এক বিএনপি নেতার বিরুদ্ধে বিধবা আসমা বেগমের ঘর ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভীসহ বিএনপির নেতারা বিধবা আসমা আক্তারের সঙ্গে দেখা করেন এবং তার পাশে থাকার কথা জানান। পরে আসমাকে তারেক রহমানের দেওয়া আর্থিক অনুদান প্রদান করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, “বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর ও তাকে জায়গা থেকে উচ্ছেদের সঙ্গে বিএনপির কোনো নেতা কিংবা কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়, সে যে দলেরই হোক, যে রঙেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা অপরাধ করে বিএনপি নেতাকর্মী হলেও ছাড় পাবে না।”

নগরকান্দার রসুলপুর বাজারের পাশে কুমার নদের পাড়ের একটি জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলের হতদরিদ্র বিধবা আসমা বেগম। কয়েকদিন আগে বিএনপির নাম ব্যবহার করে স্থানীয় সালাউদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তি সেই বিধবার বাড়ি ঘর ভেঙে সেখান থেকে উচ্ছেদের চেষ্টা চালান। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার।

Link copied!