• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ছোট ভাইয়ের কাঁচির আঘাতে বড় ভাই খুন


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৩, ০৬:২৭ পিএম
ছোট ভাইয়ের কাঁচির আঘাতে বড় ভাই খুন

গাইবান্ধার পলাশবাড়ীতে জমিজমা নিয়ে কলহের জেরে ছোট ভাইয়ের কাঁচির আঘাতে বড় ভাই মমিনুল ইসলামের (৪০) মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মমিনুল ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরপুর গ্রামের মকবুল হোসেনের দুই ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ফরহাদ হোসেন বড় ভাই মমিনুলের গলায় কাঁচি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।” 

Link copied!