• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় চাচী ও চাচাতো ভাই গ্রেপ্তার


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ০৭:১৫ পিএম
স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় চাচী ও চাচাতো ভাই গ্রেপ্তার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্কুলছাত্রী সাজনা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চাচাতো ভাই মো. সালমান মিয়া (২৪) ও চাচী আইরুন নেছাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।

বুধবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, শুক্রবার (২১ জুলাই) রাতে সাজনা তার পরিবারের সঙ্গে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে সাজনাকে তার পরিবারের লোকজন ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শনিবার রাতে শরীফপুর গ্রামের তালুকদার বাড়ির রাস্তার পাশে লোকজন বস্তাবন্দী লাশ দেখতে পান। তারা শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

ওসি জানায়, স্কুলছাত্রী হত্যার রহস্য উদঘাটনে প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত অনেকের সংশ্লিষ্টতার আলামত পাওয়া গেছে। বুধবার রাতে পুলিশ নিহতের চাচাতো ভাই সালমান ও তার মা আইরুন নেছাকে গ্রেপ্তার করে। বিভিন্ন আলামত পর্যালোচনা করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। 

Link copied!