• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

সাভারে মাজারে হামলা-অগ্নিসংযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১১:০৬ এএম
সাভারে মাজারে হামলা-অগ্নিসংযোগ

ঢাকার সাভারে একটি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া এলাকার কাজী আফসার উদ্দিনের মাজার ও বাড়িতে এ হামলা শুরু হয়।

রাত ১টা পর্যন্ত দফায় দফায় বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা।

ওসি বলেন, “আমরা পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছি। স্থানীয় বাসিন্দা ও বিক্ষোভকারীরা বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”

কাজী আফসার উদ্দিনের ছেলে গোলাম রসুল বলেন, “আমাদের বাড়ির গেটে আগুন দেওয়া হয়েছে, একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করায় জানালা ভেঙে গেছে।”

Link copied!