বগুড়ায় জাল টাকাসহ গ্রেপ্তার ১


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জুন ৬, ২০২৩, ১২:৪৪ পিএম
বগুড়ায় জাল টাকাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় জাল টাকাসহ সচীন চন্দ্র মহন্ত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৫ জুন) সন্ধ্যায় শাজাহানপুরে সরকারি শাহ সুলতান কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সচীন গাইবান্ধার খোলাহাটি এলাকার মৃত রাস মহন্তের ছেলে।

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, সচীন দীর্ঘদিন ধরে জাল টাকার নোটের কারবার করে আসছেন। কোরবানির ঈদকে সামনে রেখে তিনি জাল নোট নিয়ে বগুড়া শাহ সুলতান কলেজের সামনে অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সচীনের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার একশো টাকার জাল নোট এবং সিমসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নজরুল ইসলাম আরও জানান, গ্রেপ্তার সচীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!