• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে গণপরিবহন চালানোর ঘোষণা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০৫:৪০ পিএম
টাঙ্গাইলে গণপরিবহন চালানোর ঘোষণা

বিএনপির ডাকা অবরোধ চলার সময় টাঙ্গাইলে ঢাকাসহ সারা দেশের সঙ্গে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে বাস কোচ মিনিবাস মালিক সমিতি। একইসঙ্গে অবরোধ উপেক্ষা করে সকল প্রকার ট্রাকও চলাচল করবে বলে জানান তারা। তবে এ বিষয়ে প্রশাসনের কাছে মহাসড়কে চলাচলের সময় গাড়ির নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা চাওয়া হয়।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের নতুন বাস টার্মিনালে টাঙ্গাইল মালিক-শ্রমিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জেলা বাস কোচ মিনিবাসসহ বিভিন্ন পরিহনের মালিক ও শ্রমিক সমিতির নেতারা।

এসময় দুপুর থেকেই শ্রমিকরা সমিতির সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহন চালানোর সহমত পোষণ করেন।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

টাঙ্গাইলের বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন, বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলু, ট্রাক মালিক সমিতির সভাপতি শরিফ হাজারী এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া প্রমুখ।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। অতীতের অভিজ্ঞতা কাজে চালিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই।
 

Link copied!