কোম্পানীগঞ্জে আ.লীগের সভাপতি কাদের মির্জা, সম্পাদক বাদল


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৯:০২ এএম
কোম্পানীগঞ্জে আ.লীগের সভাপতি কাদের মির্জা, সম্পাদক বাদল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নব ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলার বসুরহাট এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের এই কমিটি ঘোষণা করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয় সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, যুগ্ম-আহ্বায়ক নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন প্রমুখ।

Link copied!