• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
পটুয়াখালী-১ উপনির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আফজাল হোসেন


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩, ০৭:৪৭ পিএম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আফজাল হোসেন

পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নূর কুতুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে এ আসনটি শূন্য হলে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ১ নভেম্বর আওয়ামী লীগের একমাত্র প্রার্থী অ্যাড. আফজাল হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।

আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে আসনটিতে একমাত্র প্রার্থী থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এদিকে, অ্যাড. আফজাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণার খবরে তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Link copied!