• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

গলা কাটার পর তরুণীর গোঙানির শব্দ, স্বামীকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৯:৩৪ এএম
গলা কাটার পর তরুণীর গোঙানির শব্দ, স্বামীকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী
ছবি : সংগৃহীত

নীলফামারীর ডোমারে শিল্পী বেগম (২৩) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শিমুলতলী তেলিপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক নূরনবী ইসলাম নীলফামারী সদরের টুপামারী এলাকার দক্ষিণপাড়া গ্রামের তছির উদ্দিনের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডোমারের মাহিগঞ্জ ডাঙ্গা পাড়া এলাকার আজিজুল ইসলামের মেয়ে শিল্পী বেগমের সঙ্গে এক বছর আগে বিয়ে হয় নূরনবী ইসলামের। বিয়ের পরে তারা দুজনে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কয়েক দিন আগে নূরনবী ইসলামের সঙ্গে শিল্পী বেগমের মনোমালিন্য হয়। এরপর বাবার বাড়িতে চলে আসেন শিল্পী। সোমবার বিকেলে নূরনবী তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসেন। এ সময় তাদের দুজনের মধ্যে আবার বাগ্‌বিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে নূরনবী ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীর গলা কেটে দেন। পরে তার গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, নূরনবী তার স্ত্রীর গলা কেটে দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এ সময়ে স্থানীয়রা তার শরীরে রক্ত দেখে শিমুলতলী বাজার এলাকায় ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসেন।

Link copied!