• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

ঈশ্বরদীতে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ০৫:০৪ পিএম
ঈশ্বরদীতে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া
জেলার মানচিত্র

পাবনার ঈশ্বরদীতে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ ও নৌকার নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ভোট বর্জনের লিফলেট বিতরণ করছিলেন বিএনপির নেতারা। এ সময় ওই এলাকায় নির্বাচনী প্রচারণায় আসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। উভয় পক্ষ মুখোমুখি হলে প্রথমে তর্ক বাধে। পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় গুলির শব্দ পাওয়া গেছে। পরে পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঈশ্বরদী-আটঘরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

Link copied!