• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

প্রথমবারের মতো ইভিএমে ভোট দিলেন ৯৬ বছরের ছকিনা বেগম


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৩, ১০:১৭ এএম
প্রথমবারের মতো ইভিএমে ভোট দিলেন ৯৬ বছরের ছকিনা বেগম

চলছে দেশের আলোচিত গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোট দিতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে বিভিন্ন কেন্দ্রে।

গাসিক নির্বাচনের সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগে এসেছেন ৯৬ বছর বয়সী ছকিনা বেগম। জীবনে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়েছেন তিনি।

ভোট দেওয়া শেষে ছকিনা বেগম বলেন, “ভালো লাগছে! মেশিনে ভোট দিছি, ভালো লাগছে।”

ছকিনা বেগমের নাতি রুবেল বলেন, “আমরা স্মার্টফোনে ভিডিও টিউটোরিয়াল দেখিয়ে তাকে ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে বুঝিয়েছি। সেটা দেখেই তিনি আজ এসে ভোট দিয়েছেন।”

গাজীপুর সিটি নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৪৯৭টি ভোটকক্ষ রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ এবং নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮, আর তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন।

Link copied!