• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

মেজর পরিচয়ে বিয়ে, অবশেষে গ্রেপ্তার


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০৪:১৫ পিএম
মেজর পরিচয়ে বিয়ে, অবশেষে গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর মেজর হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে বিয়ে করার অভিযোগে মো. রেজা ওরফে আপন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) সকালে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২০ আগস্ট) রাতে নন্দীগ্রাম পৌর শহরের কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রেজা ওরফে আপন সিরাজগঞ্জ সদরের ফুকসাগাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় পাঁচ মাস আগে নন্দীগ্রাম কলেজপাড়া এলাকায় মেজর পরিচয় দিয়ে রেজা এক তরুণীকে বিয়ে করেন। এরপর বিভিন্ন সময় শ্বশুরবাড়ি বেড়াতে আসেন রেজা। এ সময় প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে তার কথাবার্তা সন্দেহজনক মনে হয়। এ ঘটনায় তার শাশুড়ি থানায় মামলা করেন। পরে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রেজা নিজেকে মেজর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে অপরাধ করে আসছিলেন। এখানেও মেজর পরিচয় দিয়ে তিনি বিয়ে করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!