নোয়াখালীর সেনবাগে এক নববধূকে (১৬) ট্রিট দেওয়ার কথা বলে বিয়ের ২৯দিনের মাথায় ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো.রবিউল ওরফে শিহাব (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ২৯ দিন পার হলেও এখনো নিখোঁজ নববধূকে উদ্ধার করেতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
শিহাব উপজেলার চাঁদপুর গ্রামের ছিদ্দিক মেম্বারের নতুন বাড়ির আলাউদ্দিনের ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার (৬ আগস্ট) ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, নোয়াখালী আদালতে তিনজনকে আসামি করে মামলা করেন। এর আগে, ২৪ জুলাই ভুক্তভোগীর মা সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ভুক্তভোগী গৃহবধূর মা বলেন, “২৪ জুন প্রবাসীর এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে আমার মেয়েকে বিয়ে দেই। বিয়ের ২৯ দিনের মাথায় ২২ জুলাই সন্ধ্যার দিকে ট্রিট দেওয়ার কথা বলে শিহাব আমার মেয়েকে ৮ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকাসহ ভাগিয়ে নিয়ে যায়। ২৪ জুলাই এ ঘটনায় সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করি। কিন্ত পুলিশ আমার মেয়েকে উদ্ধারে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। একপর্যায়ে আমি বাধ্য হয়ে আদালতে মামলা করি।”
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, “ভুক্তভোগী পরিবার এ ঘটনায় আদালতে মামলা করেছেন। মামলাটি নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করবে।”



































