যুবলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ০৫:০৫ পিএম
যুবলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরগুনায় এস এম কামাল হোসেন পঞ্চায়েত (৪৫) নামের এক যুবলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ আগস্ট) বিকেলে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কামাল হোসেন পঞ্চায়েত বামনা উপজেলার নিজামতলী গ্রামের মৃত কাশেম পঞ্চায়েতের ছেলে। তিনি বামনা উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও  রামনা ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে কামাল ঘরে তালা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে পার্শ্ববর্তী বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। সেখানে স্ত্রী সন্তান রেখে দোকানে চা খাওয়ার কথা বলে বেড়িয়ে যান। পরে বেলা ১১টায় দিকে বসতবাড়িতে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

নিহতের ভাই মাইনুল হোসেন বলেন, “আমার ভাই আত্মহত্যা করেনি। ভাইয়ের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।”  

লাশ বহনকারী ভ্যান চালক মো. সিদ্দিক বলেন, “বাড়ি থেকে থানায় নেওয়ার সময় মাথার পেছন থেকে রক্ত দেখতে পাই। আমি পুলিশকে বললে পুলিশ আমাকে চুপ থাকতে বলে।”  

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, “যুবলীগ নেতা এস এম কামাল হোসেন পঞ্চায়েতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।” 

Link copied!