• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র জমা


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৯:৪২ এএম
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র জমা

লালমনিরহাট জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- ফরিদুল ইসলাম, মো. আশরাফ হোসেন বাদল, মো. নজরুল হক পাটোয়ারী ভোলা, মমতাজ আলী ও সফুরা বেগম।

লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. লুৎফুল কবীর সরকার জানান, লালমনিরহাট জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে।

লালমনিরহাট জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি), আপিল দায়েরের তারিখ শুক্রবার-রোববার (১৬-১৮ ফেব্রুয়ারি), আপিল নিষ্পত্তির তারিখ সোমবার-মঙ্গলবার (১৯-২০ ফেব্রুয়ারি), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি), প্রতীক বরাদ্দের তারিখ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এবং ভোটগ্রহণের তারিখ শনিবার (৯ মার্চ)।

Link copied!