পাবনার আটঘরিয়ায় পুত্রবধূ খুশির ঝাটার আঘাতে শাশুড়ি মর্জিনা বেগমের (৫৫) মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ হারানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মর্জিনা বেগম উপজেলার মাজপাড়া ইউনিয়নের দক্ষিণ হারানপাড়া গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী।
এলাকাবাসী জানায়, বাড়ির ছাগল বাধাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে ছোট পুত্রবধূ খুশি খাতুনের সঙ্গে তার শাশুড়ি মর্জিনার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খুশি তার হাতে থাকা ঝাটা দিয়ে শাশুড়ি মর্জিনা বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার শরীরের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মর্জিনা বেগমেকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। রোববার ভোর চারটার দিকে তার অবস্থার আরও অবনতি হওয়ায় স্বজনরা তাকে সিরাজগঞ্জ এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে মর্জিনা বেগমের মৃত্যু হয়। শাশুড়ির মৃত্যুর পর থেকে পুত্রবধূ খুশি পলাতক রয়েছেন।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “পারিবারিক কলহর জের ধরে এই পরিবারে ঝামেলা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় মর্জিনা বেগমের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। তবে, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































