• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

হুইলচেয়ারে এসে স্মৃতিসৌধে তাদের বিজয় উল্লাস


সাভার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৩:০৮ পিএম
হুইলচেয়ারে এসে স্মৃতিসৌধে তাদের বিজয় উল্লাস

হুইলচেয়ারে জাতীয় স্মৃতিসৌধে এসে জাতির শ্রেষ্ঠ সন্তাদের ফুলেল শ্রদ্ধা জানান ২৫ জন প্রতিবন্ধী। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্রের (সিআরপি) উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশু হুইলচেয়ারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা জানাতে আসা প্রতিবন্ধী তাছের উদ্দিন সংবাদ প্রকাশকে বলেন, “বিজয় দিবস বাংলাদেশের সবচেয়ে বড় একটি দিবস। এই দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ এসে আমার অনেক ভালো লাগছে। আমি নিজেও গর্বিত ও আনন্দিত এখানে আসতে পেরে।”

অন্যদিকে প্রতিবন্ধী তানজীন আক্তার বলেন, “৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা পেয়েছি। আর এই বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে হাজার হাজার মানুষকে বিজয় উল্লাস করতে দেখে ভালো লাগছে।”

সিআরপির সমাজকর্ম বিভাগের প্রধান শফিউল্লাহ বলেন, “আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা সমাজের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতে পারে। এরই ধারাবাহিকতায় আজকে ২৫ জনকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে এসেছি। প্রতিবন্ধীদের শিক্ষা দিতে চাই, আপনারও চেষ্টা করলে প্রতিটি কাজে সুস্থ-সবল মানুষের মতো অংশ গ্রহণ পারবেন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!