সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনার আব্দুস সালাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ নভেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম ছাতক উপজেলার বড়কাপন গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক ছাতক শাখার মাঠ সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ভাতিজা সাদিক (২০) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বড়কাপন নিজ বাড়ি থেকে সকালে আব্দুস ছালাম তার বাতিজা সাদিককে (২০) সঙ্গে নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের ভোকারভাঙ্গা সেতুতে উঠার সময় সেতুর ওয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ছালামকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





































