• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে ৩১৪ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০৭:৪৯ পিএম
টাঙ্গাইলে ৩১৪ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় টাঙ্গাইলে আরও ৩১৪টি ভূমি ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। এ জন্য সকল প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে টাঙ্গাইলের উপকারভোগীদের হাতে ঘরের কবুলিয়ত দলিল তুলে দেওয়া হবে।

এদিকে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৫ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এর আগে আরও চার উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।

সোমবার (৭ আগস্ট) সকালে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৫১৪ গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন করে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৩১৪টি ঘর দেওয়া হবে। একই সঙ্গে আরও পাঁচ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!