• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২,

ফরিদপুরে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৫


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০২:৩৪ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৫

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৫ জন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

নিহতরা হলেন জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার মোছলেম শেখের স্ত্রী মরিয়ম (৩৫), একই উপজেলার চাঁদহাট গ্রামের রওশন মাতুব্বরের স্ত্রী রোকসানা (২৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া এলাকার মনির উদ্দিনের স্ত্রী আবেজান (৭০)।

ডা. এনামুল হক বলেন, “ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন নারীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৯ জন।”

এ বিষয়ে জেলার সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, “গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৫ জন। এ ছাড়া জেলার অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন ৬২৫ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২৩৯ জন।”

ছিদ্দীকুর রহমান আরও বলেন, “হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৫১৩ জন।”

Link copied!