• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নারায়ণগঞ্জে বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০১:২৭ পিএম
নারায়ণগঞ্জে বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

গ্রেপ্তাররা হলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সাবেক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আরশাদ গাজী ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহান।

ওসি গোলাম মোস্তফা বলেন, “গ্রেপ্তাররা পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।” 

Link copied!