• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার ৩২ শিক্ষার্থীর জামিন


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০২:১০ পিএম
টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার ৩২ শিক্ষার্থীর জামিন

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার বুয়েটের ২৪ জনসহ ৩২ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (২ আগস্ট) দুপুরে তাহিরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক ফারহান সাদিক জামিনের আদেশ দেন।

শিক্ষার্থীদের আইনজীবী আবু হানিফ নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (৩০ জুলাই) একটি পর্যটকবাহী নৌকা থেকে টাঙ্গুয়ার হাওর থেকে ট্যাকেরঘাট যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করে তাহিরপুর থানা-পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার সবাই ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী।

আটকের ২৪ ঘণ্টা পর সোমবার (৩১ জুলাই) বিকেলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র ও ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল কবির বাদী হয়ে মামলা করেন। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের আদালত পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আদালত থেকে কারাগারে পাঠানোর সময় একাধিক শিক্ষার্থীর দাবি করেন, তারা কোনো অপরাধ করেননি। তারা সবাই টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেকে বেড়াতে এসেছিলেন। 

Link copied!