• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৭:৫৯ পিএম
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংক থেকে মরদেহ তুলছেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। ছবি : সংগৃহীত

গাজীপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধারে করেছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শ্রীপুর পৌরসভার মন্ডল বাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের বাড়িতে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মো. মোখলেছ (৪৫) ও মো. মাসুম (২৪)। মোখলেছ নেত্রকোনা জেলার সদর থানার দিঘজান গ্রামের সোনা মিয়ার ছেলে। মাসুম ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার জয়নাল আবেদিনের ছেলে।

স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর পৌরসভার মন্ডল বাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের নির্মাণাধীন বহুতল ভবনের কাজ চলছে। দুই মাস আগে ওই বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। নির্মাণ করা সেপটিক ট্যাংকের ভেতরে বাঁশ ও কাঠ খুলতে বুধবার সকালে মোখলেছ ও মাসুম ভেতরে নামেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তাদের এক সহকর্মী মোখলেছের মোবাইল কল দিয়ে তা বন্ধ পান। এরপর সহকর্মী রুহুল আমিন বিকেলে সেপটিক ট্যাংকের পানির মধ্যে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তথ্যটি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!