• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৯:৩৭ পিএম
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে ফাতেমা খাতুন (৮) ও তাসমিম খাতুন (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় জিম খাতুন (১০) নামের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বেথুলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও তাসমিম খাতুন উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল বারীর মেয়ে। জীবিত উদ্ধার হওয়া জিম খাতুন বেথুলী গ্রামের মোফাজ্জেল হোসেনের মেয়ে।

স্থানীয় দুখু মিয়া জানান, দুপুর ১টার দিকে ফাতেমা, তাসমিম ও জিম নামের তিন শিশু গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। কিছু সময় পর তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে ফাতেমা খাতুনের মরদেহ উদ্ধার করে ও জিম খাতুনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে অনেক খোঁজাখুঁজি করেও তাসমিম খাতুনকে উদ্ধার করতে ব্যর্থ হন স্থানীয়রা। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে ৬ ঘণ্টা পর তাসমিম খাতুনের মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।

Link copied!