• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

টেকনাফে অপহৃত ২ ব্যক্তিকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ০৪:১৫ পিএম
টেকনাফে অপহৃত ২ ব্যক্তিকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা
অপহৃত পল্লী চিকিৎসক জহির উদ্দিন আরমান। ছবি : সংগৃহীত

২৬ ঘন্টা পর কক্সবাজারের টেকনাফে অপহৃত পল্লী চিকিৎসকসহ দুজনকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২২ এপ্রিল) রাতে উপজেলার শিলখালী পাহাড়ি এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।

অপহৃত ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম থাইংখালী এলাকার জাকের হোসাইনের ছেলে পল্লী চিকিৎসক মো. জহির উদ্দিন (৫১) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়াপাড়ার মো. শফির ছেলে মোহাম্মদ রফিক (৩২)। 

ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, ঘটনাটি পুলিশ জানার পর থেকে অপহৃতদের উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে। পুলিশের একাধিক দল রাত থেকে সকাল পর্যন্ত অভিযান অব্যাহত রাখে। তবে সকাল ১০টার পর থেকে বাহারছড়া ইউনিয়নের পাহাড়ের সম্ভাব্য অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। ফলে সোমবার রাত ১১টার দিকে শিলখালী পাহাড়ি এলাকায় অভিযানের মুখে দুর্বৃত্তরা অপহৃত দুজনকে ছেড়ে দেয়। তাদের শরীরের নির্যাতন বা আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’

এর আগে, রোববার রাতে পল্লী চিকিৎসকসহ দুজন অটোরিকশা করে বাড়ি যাওয়ার সময় টেকনাফের শামলাপুর-হোয়াইক্যং সড়কের হোয়াইক্যং ঢালা এলাকায় পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে ওই দুজনকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। 

Link copied!