• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

গাইবান্ধায় ১৬৯২ বোতল বিদেশি মদ জব্দ


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০৮:৪৮ এএম
গাইবান্ধায় ১৬৯২ বোতল বিদেশি মদ জব্দ

গাইবান্ধার সদর উপজেলার খামার কামারজানি চর থেকে ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদ জব্দ করেছে র‌্যাব। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোপন সূত্রে র্যাব জানতে পারে গাইবান্ধা সদর উপজেলার খামার কামারজানি চর এলাকায় দুজন ব্যক্তি বিদেশি মদ বিক্রির জন্য অবস্থান করছেন। পরে বিশেষ কৌশল অবলম্বন করে ওই স্থান থেকে ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করে। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ওই দুই মাদক কারবারি পালিয়ে যায়।

এ বিষয়ে গাইবান্ধার র্যাব ১৩ কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘আমরা ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছি। তবে জড়িত মাদক কারবারিরা পালিয়ে যায়। পলাতক কারবারিদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে এ সম্পৃক্ততার কথা জানতে পেরেছি। তাদের গ্রেপ্তার করতে গোপন অনুসন্ধান চলানো হচ্ছে।’’
 

Link copied!