• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জামালপুরে পৃথক অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেপ্তার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৪:১৩ পিএম
জামালপুরে পৃথক অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেপ্তার

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী ও খরখড়িয়ায় অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতে সোর্পদ করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ীতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় ১০ জুয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে ১৪ হাজার ৩৬০ টাকা ও জুয়ার আলামত জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন নাজিমুদ্দিন মণ্ডল (৪০), শ্রী বিপ্লব চন্দ্র সূত্রধর (৫২), আমিনুর রহমান শিপন (৪৯), রফিকুল ইসলাম (৫৫), বাবুল মিয়া (৬২), আ. রউফ (৪৯), শহীদ মিয়া (৬২), আব্দুল বাছেদ (৫৩), মিজানুর রহমান (৫৫) ও গোলাম রব্বানী (৪৬)।

অপরদিকে উপজেলার খরখড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জুয়ারিকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৭৩০ টাকা ও জুয়া খেলার আলামত জব্দ করা হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!