রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে আগুনে পুড়ে গেছে বাজারের ১৪টি দোকান ও ৩টি বসতঘর। মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ৪টার দিকে বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজার কমিটির সভাপতি সোহরাব জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের ছোট বড় ১৪টি দোকান ও ৩ বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্যসহ স্থানীয়রা কাজ শুরু করেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং বিধ্বস্ত হয় বাজারে একাংশ।
লংগদু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স লিডার মো. সেলিম বলেন, “ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবুও ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতি পরিমাণ জানতে আমরা কাজ করছি।”
উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি বাইট্টাপাড়া বাজারের একাংশে অগ্নিসংযোগের ফলে ৩১টি দোকান পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। এ ঘটনায় এখনো অনেকে ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি।