বরগুনা বিষখালী নদীতে জেলেদের জালে ১৩ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নের জেলে মো. মাহামুদের জালে কোরাল মাছটি ধরা পড়ে। মাছটি রাতে বরগুনা পৌর মাছবাজারের কেটে বিক্রি কর হয়।
এম বালিয়াতলী এলাকার মৎস্যজীবী মো. মাহামুদ বলেন, “মাঝেমধ্যে বড় বড় সাইজের কোরাল মাছ ধরা পড়ে। এত বড় মাছ স্থানীয় বাজারে বিক্রি করতে না পারায় বরগুনা পৌর মাছবাজারে নিয়ে পাইকারি দরে বিক্রি করি।”
বরগুনা পৌর মাছবাজারের খুচরা বিক্রেতা সফেজ বলেন, “কোরাল মাছের চাহিদা বেশি থাকায় কেটে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করব।”
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বৃদ্ধি পেয়েছে। এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ বিষখালীর নদীতে ধরা পড়ছে।