ছাত্রলীগ নেতা হত্যায় ৯ জনের ফাঁসি


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০১:৪২ পিএম
ছাত্রলীগ নেতা হত্যায় ৯ জনের ফাঁসি

রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহিন আলম হত্যা মামলায় ৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম জানান, শাহিন হত্যা মামলায় ৯ জনের ফাঁসির রায় দেন আদালত। এছাড়া ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন আলম। শাহিন রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। 

এদিকে ঘটনা পরের দিন নিহতের ভাই নাহিদ আক্তার নাহান বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা করেন। মামলায় সিটি করপোরেশনের তৎকালীন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। গত বছরের ১১ নভেম্বর আদালতে এ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

Link copied!