• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২, ২৫ সফর ১৪৪৬

সিলেটে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি দেড়শ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৩:৫২ পিএম
সিলেটে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি দেড়শ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পাথর কোয়ারি অবৈধভাবে পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা দেড়শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলতি মাসের ৭, ৮ ও ৯ আগস্ট একদল দুষ্কৃতকারী জাফলংয়ের গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন ও লুট করে নিয়ে যায়। আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়েছে, যার বাজারমূল্য কোটি টাকারও বেশি। এ ঘটনায় অজ্ঞাতনামা প্রায় একশ থেকে দেড়শ জনকে আসামি করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, এ ধরনের ঘটনা নতুন নয়। জাফলং এলাকায় দীর্ঘদিন ধরেই অসাধু চক্র অবৈধভাবে পাথর লুটপাট করে আসছে। গত বছরের ৫ আগস্টের পরও এ ধরনের পাথর লুটের ঘটনা ঘটেছিল এবং তখনো মামলা করা হয়েছিল।

তিনি আরও বলেন, “এই ঘটনায় আমরা খুবই গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। কেউই ছাড় পাবে না। অবৈধভাবে পাথর উত্তোলন শুধু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করে না, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যকেও হুমকির মুখে ফেলে। তাই আমরা এ ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

প্রসঙ্গত, জাফলং বাংলাদেশের অন্যতম প্রধান প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এবং পাথরের ভাণ্ডার হিসেবে পরিচিত। তবে দীর্ঘদিন ধরে এই কোয়ারি এলাকায় অবৈধ উত্তোলন ও চোরাচালান বড় ধরনের পরিবেশগত বিপর্যয় ডেকে আনছে। পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে চলতে থাকলে জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।

Link copied!