• ঢাকা
  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২, ২২ সফর ১৪৪৬

কোচিং সেন্টার যেন অস্ত্রের গুদাম, গ্রেপ্তার ৩


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০১:১৩ পিএম
কোচিং সেন্টার যেন অস্ত্রের গুদাম, গ্রেপ্তার ৩
ছবি : সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

শনিবার (১৬ আগস্ট) নগরীর কাদিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের বাসা ও কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরক উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর একটি সূত্র বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে। সূত্র জানায়, ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারের সাইনবোর্ডের আড়ালে এসব অস্ত্র ও বিস্ফোরক রাখা ছিল। গ্রেফতার তিনজনের মধ্যে একজন হলেন লিটনের চাচাতো ভাই অনিন্দ্য, অপর দুজন তার সহযোগী।

বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকৃত বোমা ও অন্যান্য বিস্ফোরক নিষ্ক্রিয় করা হবে। এরপর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। ছবি: আজকের পত্রিকা

সূত্র আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলো অত্যন্ত বিপজ্জনক। ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুলিশ সদস্য ও বিপুল সংখ্যক সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হন। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, যেকোনো মুহূর্তে বিস্ফোরণের ঝুঁকি থাকায় সাংবাদিকদের নিরাপদ দূরত্বে থাকতে অনুরোধ করা হয়েছে।

Link copied!