• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২,
  • ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

রাস্তার পাশে নালায় পড়ে প্রাণ গেল শিশুর


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৮:১১ পিএম
রাস্তার পাশে নালায় পড়ে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামে রাস্তার পাশে উন্মুক্ত নালায় পড়ে হুমায়রা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৯ জুলাই) বিকালে নগরের হালিশহর আনন্দিপুর জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত হুমায়রা ওই এলাকার মো. রহমানের মেয়ে।  

স্থানীয়রা জানান, মুষলধারে বৃষ্টি হওয়ায় নালায় পানির স্রোত ছিল। খেলতে গিয়ে বল নালায় পড়ে যায়। বল কুড়াতে গিয়ে হুমায়রা নালায় পড়ে যায়। স্রোতে ভেসে যায় শিশুটি। বিষয়টি স্থানীয় লোকজন দেখে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। আধঘণ্টা পর নিখোঁজের অদূরে নালা থেকে শিশুটিকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মাহমুদুর রহমান শাওন বলেন, “শিশুটি বল কুড়াতে গিয়ে নালায় পানির স্রোতে ভেসে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আধঘণ্টা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শারমিন আলম বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার জন্য আসলে কিছু করার ছিল না।”

Link copied!