নেত্রকোণার দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. নাঈম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
এর আগে সোমবার (১৬ জুন) রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি হার্ডওয়্যার ও ওয়ার্কশপ দোকানের মালিক মো. সিদ্দিকুর রহমানের ছোট ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল সাত্তার শাহীন বলেন, সোমবার বিকেলে সিদ্দিকুর রহমান তার মেজো ছেলেকে ঝাঞ্জাইল মাদ্রাসায় ভর্তি করাতে চলে যান। যাওয়ার সময় ছোট ছেলে নাঈমকে দোকানে বসিয়ে রেখে যান বাবা নিজেই। পরে দোকানে থাকা বৈদ্যুতিক যন্ত্রের সংস্পর্শে গেলে শিশুটির বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
তিনি আরও বলেন, দোকানের আশপাশে থাকা স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশুটিকে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, “ঘটনাটি শুনেছি। হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।”





































