যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে মনিরুজ্জামান ও রেহানা নামের এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ জুন) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী জানায়, দম্পতির মধ্যে পারিবারিক কলহ ছিল এবং দীর্ঘদিন ধরে তারা আর্থিক সংকটে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মনিরুজ্জামান তাকে গলা টিপে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। তাদের দুই ছেলে-মেয়ে রয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, “সকালে স্থানীয়দের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্বামীর মরদেহ গাছে ঝুলছিল এবং স্ত্রীর মরদেহ পড়ে ছিল মাঠে। প্রাথমিকভাবে আমরা পারিবারিক কলহ ও আত্মহত্যার ঘটনা হিসেবে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”










-20251029103315.jpeg)



























