পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর।
সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমলের স্বাক্ষরিত এক পত্রে বন্ধের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৫ জুন থেকে ১৪ জুন বন্ধ থাকবে। আগামী ১৫ জুন স্থলবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
সোনাহাট স্থল শুল্ক ষ্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন জানান, ছুটি শেষে ১৫ জুন থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।





































