রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ মো. জাকির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ মে) বিকেলে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর আলাউদ্দিন বিশ্বাসের মুদি দোকানের সামনে থেকে ২৫ পুরিয়া হেরোইনসহ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও দক্ষিণ উজানচর মইজুদ্দিন মন্ডল পাড়ার মৃত আলাউদ্দিন আহমেদের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তার জাকির হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর রোববার সকালে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।








































